উল্টো রথে পুণ্যার্থীদের ঢল শ্রীভূমির শিবেরগুল লোয়াইরপোয়ায়, পিপলাছড়ায় রথের দড়ি টেনেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু
বাজারিছড়া (অসম), ৫ জুলাই (হি.স.) : উল্টো রথে পুণ্যার্থীদের ঢল নামে শ্রীভূমি জেলার অন্তর্গত শিবেরগুল লোয়াইরপোয়ায়। আজ শনিবার উল্টো রথের দিন স্থানীয় বিভিন্ন এলাকা থেকে সাতটি সুসজ্জিত রথ বের হয়। প্রভু জগন্নাথের শ্রীবিগ্রহ বিরাজিত প্রত্যেকটি রথ নিয়ে
লোয়াইরপোয়ায় উল্টো রথে ভক্তকুল


বাজারিছড়া (অসম), ৫ জুলাই (হি.স.) : উল্টো রথে পুণ্যার্থীদের ঢল নামে শ্রীভূমি জেলার অন্তর্গত শিবেরগুল লোয়াইরপোয়ায়। আজ শনিবার উল্টো রথের দিন স্থানীয় বিভিন্ন এলাকা থেকে সাতটি সুসজ্জিত রথ বের হয়। প্রভু জগন্নাথের শ্রীবিগ্রহ বিরাজিত প্রত্যেকটি রথ নিয়ে নিজ নিজ এলাকার মণ্ডপ থেকে বের হয়ে গোটা রাজপথ পরিক্রমা করেন বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের বিভিন্ন শ্রীমণ্ডপের ধর্মপ্রাণ মানুষজন। তবে উল্টো রথে সনাতনী হিন্দু সমাজের বিভিন্ন জনগোষ্ঠীয় মানুষের অংশগ্রহণে জনস্রোতের সৃষ্টি হয়।

উল্টো রথের মিলনস্থল শিবেরগুল আতল মুখার্জি স্কুল প্রাঙ্গ‌ণের সম্মুখভাগে এদিন বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের পুরুষ-মহিলারা তাঁদের পরম্পরাগত এক রঙের পোশাক পরিধান করে মৃদঙ্গ ও করতালের তালে তালে নৃত্য করেন। সঙ্গে রথের রশি ধরে টেনে গোটা সড়ক পথ পরিক্রমা করেন তাঁরা।

বাদ্যযন্ত্রের ঝঙ্কার ও শঙ্খধ্বনিতে উল্টো রথযাত্রা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলে। আজ আষাঢ় মাসের পড়ন্ত বিকালে ঝিরঝির বৃষ্টি উপেক্ষা করে সাত থেকে সত্তর প্রত্যেক বয়সের মানুষ শামিল হয়েছেন উল্টো রথের উৎসবে। এদিন কালাছড়া এলাকায়ও উল্টো রথ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের দক্ষিণপ্রান্তের সীমান্তবর্তী বালিপিপলা এলাকার নোরখা, দেওয়ালি ও পিপলাছড়ায়ও উল্টো রথ পালিত হয়েছে। নোরখা থেকে তিনটে রথ বের হয়। দেওয়ালি ও পিপলাছড়া মিলে সপ্তরথ বের হয়। স্থানীয় বিভিন্ন শ্রীমণ্ডপ থেকে এই সাতটি রথ বের হয়ে পিপলাছড়া কমিউনিটি হল-এর মিলনস্থলে এসে পৌঁছে। সেখানে ভক্তিভরে ভগবান জগন্নাথের গান-কীর্তন হয়।

এতে শামিল হয়েছেন পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের পূর্ত, মীন ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি ভক্তদের গানের তালে তালে হাত তালি দিয়ে তাঁদের সঙ্গ দিয়েছেন। পরে শ্রীশ্রী জগন্নাথের আশীৰ্বাদ গ্ৰহণ করে সবার মঙ্গল প্রার্থনা ক‌রে‌ছেন মন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande