গুয়াহাটি, ৬ জুলাই (হি.স.) : তিব্বতর আধ্যাত্মিক নেতা দালাই লামাকে তাঁর ৯০-তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা।
নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা লিখেছেন, ‘পবিত্ৰ দালাই লামাকে তাঁর শুভ জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বছরের পর বছর সমগ্ৰ বিশ্বে তিনি শান্তি, মমতা এবং ঐক্যের বাৰ্তা বিতরণ করছেন। লক্ষ লক্ষ মানুষকে সরলতা এবং সত্যপথে জীবনযাপন করতে অনুপ্ৰাণিত করছেন।’ আধ্যাত্মিক নেতা দালাই লামার সুস্বাস্থ্য ও দীৰ্ঘায়ু কামনা করেছেন মুখ্যমন্ত্ৰী ড. শর্মা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস