কলকাতা, ৬ জুলাই (হি.স.): কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট, ২০২৫)-এর ফলাফল সদ্য প্রকাশিত হয়েছে। পরীক্ষায় সার্বিকভাবে ছাত্রীদের মান আশাপ্রদ। এবার জাতীয় স্তরের এই পরীক্ষায় বসেছিলেন প্রায় ১১ লক্ষ পড়ুয়া। প্রথম হয়েছে এক ছাত্রী— পঞ্জাবের অনন্যা জৈন।
অনন্যার ‘এগ্রিগেট স্কোর’ হয়েছে ১২২৫.৯৩। একমাত্র তিনিই পাঁচটি বিষয়ের মধ্যে চারটিতে পেয়েছেন ১০০ ‘পার্সেন্টাইল’। এর পরের চারটি স্থান পেয়েছেন যথাক্রমে দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও হরিয়ানার চার পরীক্ষার্থী।
পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সফল ঘোষিত প্রথম ২০ জনের মধ্যে পাঁচজন হরিয়ানার, তিনজন দিল্লির, উত্তর প্রদেশ, গুজরাট, কর্ণাটকের দু’জন করে, রাজস্থান, উত্তরাখণ্ড, পঞ্জাব, ওডিশা, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের এক জন করে। প্রথম ১০ জনের মধ্যে হরিয়ানা ও দিল্লির মোট চারজন ছাত্রী।
২০২৪-এ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে বসার জন্য আবেদন করেছিলেন ১৩.৪৭ লক্ষ জন। বসেছিলেন ১১.১৩ লক্ষ জন। এবার এই পরীক্ষায় বসার জন্য আবেদনকারীর সংখ্যা বেড়ে হয় ১৩.৫৪ লক্ষ জন। শেষ পর্যন্ত বসেছেন গত বছরের এই পরীক্ষার্থীর চেয়েও একটু কম— ১০.৭১ লক্ষ জন।
ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানে স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তির জন্য নেওয়া হয়। এটি পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত