দলাই লামা প্রাচীন জ্ঞান ও আধুনিক বিশ্বের মধ্যে প্রাণবন্ত সেতু : কিরেন রিজিজু
ধর্মশালা, ৬ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের ধর্মশালায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল তিব্বতী ধর্মগুরু দলাই লামার ৯০-তম জন্মদিন। রবিবার এই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও রাজীব রঞ্জন সিং এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন
কিরেন রিজিজু


ধর্মশালা, ৬ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের ধর্মশালায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল তিব্বতী ধর্মগুরু দলাই লামার ৯০-তম জন্মদিন। রবিবার এই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও রাজীব রঞ্জন সিং এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। এছাড়াও হলিউড অভিনেতা ও বৌদ্ধ ধর্মাবলম্বী রিচার্ড গিয়ার দলাই লামার থেকে এদিন আশীর্বাদ গ্রহণ করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, আপনার পবিত্রতা, আপনি একজন আধ্যাত্মিক নেতার চেয়েও বেশি কিছু। আপনি প্রাচীন জ্ঞান এবং আধুনিক বিশ্বের মধ্যে একটি প্রাণবন্ত সেতু। আমাদের দেশে আপনার উপস্থিতিতে আমরা ধন্য বোধ করছি, যাকে আপনি নিজের 'আর্যভূমি' বলে মনে করেন।

কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন (লালন) সিং বলেছেন, তিব্বতী ও ভারতীয় প্রাচীন জ্ঞানের মিশ্রণ প্রচারের জন্য আমার রাজ্য বিহারের বুদ্ধগয়ায় নালন্দা ঐতিহ্যের উপর ভিত্তি করে একটি বহুমুখী কেন্দ্র তৈরি করা হচ্ছে। এটি সারা বিশ্বের মানুষদের আপনার দর্শন এবং দৃষ্টিভঙ্গি অধ্যয়ন করার এবং আপনার আজীবন অবদান দ্বারা অনুপ্রাণিত হওয়ার সুযোগ প্রদান করবে। আমি আপনার দীর্ঘ ও সুখী জীবন কামনা করি। আপনার বার্তা বিশ্বে প্রতিধ্বনিত হোক এবং সংঘাত ও অসন্তোষে ভুগছেন এমন দেশ ও জনগণের জন্য শান্তি বয়ে আনুক।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande