নয়াদিল্লি ও বুয়েনস আইরেস, ৬ জুলাই (হি.স.): পহেলগাম জঙ্গি হামলার নিন্দা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার পর ভারতকে আর্জেন্টিনার দৃঢ় সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং কঠিন সময়ে আর্জেন্টিনার সংহতির প্রশংসা করেন।
প্রেসিডেন্ট মিলেই আর্জেন্টিনায় নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী মোদী আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেইকে পারস্পরিক সুবিধামতো সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ