কলকাতা, ৮ জুলাই (হি.স.): ফের আদালতে ধাক্কা খেল রাজ্য৷ সুকান্ত মজুমদারের দায়ের করা মামলায় রাজ্য ও কলকাতা পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷ কেন একজন রাজনীতিক এবং জনপ্রতিনিধিকে আদালতে আসতে হবে, সেই প্রশ্ন তুললেন বিচারপতি ৷
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিকবার সুকান্ত মজুমদারের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে৷ তা সে কালীঘাটে প্রবাসী চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া হোক বা কালীগঞ্জে বোমা বিস্ফোরণে বালিকার মৃত্যুর প্রতিবাদ মিছিল৷ সব ক্ষেত্রেই সুকান্ত মজুমদারকে লালবাজারে তুলে নিয়ে গিয়ে আটকে রাখার ঘটনা ঘটেছে৷ আর তাই নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে মামলা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার৷
মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে৷ যে শুনানিতে রাজ্যের কাছে সুকান্তবাবুর অভিযোগের ভিত্তিতে হলফনামা চেয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ৷ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হলফনামা জমা দেওয়ার জন্য সময় চান আদালতের কাছে৷ সেই মতো বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী ২৪ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন৷ ওইদিন সবপক্ষের হলফনামা দেখার পর মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত