ছাত্রনেতা নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন, ভিডিয়ো-সহ অভিযোগ বিজেপি-র
কলকাতা, ৮ জুলাই (হি.স.): “সোনারপুর কলেজের তৃণমূলের ৪৪ বছর বয়সী প্রতীক কুমার দে নামে ছাত্রনেতা কলেজ চত্বরে এক নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন!” মঙ্গলবার ১২ সেকেণ্ডের ভিডিয়ো-সহ (হিন্দুস্থান সমাচার এর সত্যতা যাচাই করেনি) এই অভিযোগ করা হয়েছে বিজেপি-
ছাত্রনেতা নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন, ভিডিয়ো-সহ অভিযোগ বিজেপি-র


কলকাতা, ৮ জুলাই (হি.স.): “সোনারপুর কলেজের তৃণমূলের ৪৪ বছর বয়সী প্রতীক কুমার দে নামে ছাত্রনেতা কলেজ চত্বরে এক নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন!” মঙ্গলবার ১২ সেকেণ্ডের ভিডিয়ো-সহ (হিন্দুস্থান সমাচার এর সত্যতা যাচাই করেনি) এই অভিযোগ করা হয়েছে বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপে।

লেখা হয়েছে, “বর্তমানে সে সোনারপুর মহাবিদ্যালয় ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর। এছাড়াও রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। এবং স্থানীয় বাসিন্দাদের দাবি যে তাকে নাকি নিয়োগ করেছে তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র।

এই ব্যক্তির বিরুদ্ধে রাজপুর সোনারপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার আগেই সোনারপুর থানায় শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিল। তারপরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি! ভাবুন তৃণমূল কাউন্সিলরের পর্যন্ত কথা শুনছে না পুলিশ!

ভাবুন রাজ্যের কলেজগুলিতে মহিলাদের উপর কি অত্যাচার চলে!”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande