পূর্ব বর্ধমান, ৯ জুলাই (হি.স.): বেপরোয়া গতির বলি হলেন এক বাইকে থাকা তিন যুবক। বুধবার পূর্বস্থলীর শিবতলা এলাকায় এমনই এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল সুজয় কেদারবংশী (১৯), মুকেশ কেদারবংশী (২৯), ও দিবাকর মজুমদারের(২৯)। সকলেরই বাড়ি পিলা সন্তোষপুর এলাকায়।
মৃতদের পরিবার জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে পোলে ও দেওয়ালে পরপর দুজায়গায় ধাক্কা লাগার পর তারা প্রাণ হারায়। একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় দিন আনা দিন খাওয়া পরিবারগুলি যেমন অথৈ জলে পড়ে, তেমনই শোকে পাথর হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
সূত্রের খবর, পূর্বস্থলীর সন্তোষপুরে বাসিন্দা সুজয় কেদারবংশী মহারাষ্ট্রে প্যাণ্ডেলে কাজ করেন। বেশ কিছুদিন যাবৎ বাড়িতেই ছিলেন। এদিন তিনি মায়ের কথামতো বাজার করার উদ্দেশ্যে বাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপরেই ভিনরাজ্যে কর্মরত, কয়েক দিন আগে বাড়ি ফিরে আসা স্থানীয় এলাকার দিবাকর মজুমদার ও মুকেশ কেদারবংশীর সঙ্গে তার দেখা হয়। কাজ শেষে তিনজনই সুজয়ের বাইকে চেপে পাটুলি বাজার থেকে পিলা সন্তোষপুর এলাকায় বাড়ি যাচ্ছিলেন।
বৃষ্টি ও বেপোরোয়া গতির জেরে বাইকটি সজোরে ধাক্কা মারে একটি পোলে ও দেওয়ালে। একসঙ্গে তিন আরোহী জখম হন। হেলমেট না থাকায় গুরুতর চোট লাগে মাথায় ও শরীরে। আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত