দুর্গাপুরে আদিশক্তির মন্দিরে দুঃসাহসিক চুরি
দুর্গাপুর, ৯ জুলাই (হি.স.) : ফের মন্দিরের তালা ভেঙে দেবী বিগ্রহের গহনা ও নগদ চুরি। বুধবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর ধুনড়া প্লটে। ঘটনায় জানা যায়, দুর্গাপুর ধুনড়া প্লটে রয়েছে আদি শক্তির মন্দির। অন্যান্য দিনের মতো এদিন সকালে পুরোহিত পুজো করতে
দুর্গাপুরে আদিশক্তির মন্দিরে দুঃসাহসিক চুরি


দুর্গাপুর, ৯ জুলাই (হি.স.) : ফের মন্দিরের তালা ভেঙে দেবী বিগ্রহের গহনা ও নগদ চুরি। বুধবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর ধুনড়া প্লটে। ঘটনায় জানা যায়, দুর্গাপুর ধুনড়া প্লটে রয়েছে আদি শক্তির মন্দির। অন্যান্য দিনের মতো এদিন সকালে পুরোহিত পুজো করতে গিয়ে দেখেন মন্দিরের তালা ভাঙা। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জানান। সকলে মিলে মন্দিরের ভিতরে ঢুকে দেখেন মা কালীর শরীর থেকে সোনার রুপোর সমস্ত অলঙ্কার উধাও। নেই প্রণামী বাক্স। পরে পাশের ঝোপ থেকে উদ্ধার হয় ভাঙা প্রণামী বাক্সটি।স্থানীয় বাসিন্দারা জানান,প্রতিদিন এলাকার ভক্তরা ওই কালী মন্দিরে আনাগোনা করেন। নিত্য পুজো হয় মায়ের। দিনে রাতে পুজো পাঠ চলে। তাদের দাবি দ্রুত চুরির ঘটনার সমাধান করে মায়ের মায়ের অলংকার সহ চুরির যাওয়া সামগ্রী ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পুলিশকে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande