কসবা সোনারপুরের পর এবারে কাকদ্বীপ কলেজের ইউনিয়ন রুমে বসলো বিয়ের আসর ভাইরাল সেই ছবি
কাকদ্বীপ, ৯ জুলাই (হি.স.): অভিযোগ, কলেজের অস্থায়ী কর্মী এবং তাঁর সঙ্গিনী ছাত্র সংসদের মধ্যেই একদিন বিয়ে করেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে এবং এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল। এবিভিপি-র পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছ
কসবা সোনারপুরের পর এবারে কাকদ্বীপ কলেজের ইউনিয়ন রুমে বসলো বিয়ের আসর ভাইরাল সেই ছবি


কাকদ্বীপ, ৯ জুলাই (হি.স.): অভিযোগ, কলেজের অস্থায়ী কর্মী এবং তাঁর সঙ্গিনী ছাত্র সংসদের মধ্যেই একদিন বিয়ে করেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে এবং এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল। এবিভিপি-র পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। ছাত্রসংগঠন এসএফআই-ও ঘটনার তীব্র নিন্দা করেছে।

এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানান, “কলেজের দক্ষিণ প্রাচীরটি অপেক্ষাকৃত নিচু, সেই পাঁচিল টপকে বহিরাগত অনেক সময়ই ভিতরে ঢুকে পড়ে। বিয়ের আসর বসানোর বিষয়টি তদন্তসাপেক্ষ। তবে শুনেছি, বাইরে বিয়ে হয়ে যাওয়ার পর নবদম্পতি কলেজে এসে পরিচিতদের সঙ্গে দেখা করতে এসেছিলেন।” তিনি আরও বলেন, “ঘটনার কথা জানতে পেরে আমরা সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের শৃঙ্খলা নিয়েও উঠছে প্রশ্ন। সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, কলেজ চত্বরে এমন ঘটনা কাম্য নয়, আবার কেউ কেউ বিষয়টিকে অতিরঞ্জিত বলেও মনে করছেন। সুন্দরবনের মত সংবেদনশীল অঞ্চলের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কতটা উদ্বেগজনক, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ মিলিতভাবে কী পদক্ষেপ নেন এই ঘটনাকে ঘিরে।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande