ভোপাল, ৯ জুলাই (হি.স.) : মধ্যপ্রদেশে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক ই-রিকশাচালক। ঘটনাটি ঘটেছে ,মঙ্গলবার রাতে ভোপালের সুভাষ নগর এলাকায়। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিমি। একের পর এক গাড়িকে ধাক্কা মেরে শেষমেশ গাড়িটি উল্টে যায়। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে , মঙ্গলবার রাতে প্রভাত পেট্রল পাম্পের দিকে যাচ্ছিল গাড়িটি। পথে একটি ই-রিকশাকে ধাক্কা মেরে একে একে দুই বাইক, একটি অটো ও একটি গাড়িকেও ধাক্কা মারে ঘাতক গাড়িটি। ধাক্কার জেরে অটো ও গাড়ি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ই-রিকশাচালক খৈরুল্লার ( ৫৫)। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই, গাড়ির মালিক ও চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য