ওড়িশায় আটক, বাংলার ২৩ পরিযায়ী শ্রমিক, সরব মহুয়া মৈত্র
কলকাতা, ৯ জুলাই (হি.স.) : ফের বিতর্ক। আবারও পরিযায়ী শ্রমিকদের আটক। এবার ও প্রতিবেশী রাজ্য ওড়িশার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর সংসদীয় এলাকার বাসিন্দা ও ভোটার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাড়ি ফিরতে পারছে না। ২৩ জন পরি
ওড়িশায় আটক, বাংলার ২৩ পরিযায়ী শ্রমিক, সরব মহুয়া মৈত্র


কলকাতা, ৯ জুলাই (হি.স.) : ফের বিতর্ক। আবারও পরিযায়ী শ্রমিকদের আটক। এবার ও প্রতিবেশী রাজ্য ওড়িশার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর সংসদীয় এলাকার বাসিন্দা ও ভোটার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাড়ি ফিরতে পারছে না। ২৩ জন পরিযায়ী শ্রমিককে আটক করে রাখা হয়েছে। এ কারণেই ফের সরব সাংসদ মহুয়া। ঘটনায় প্রকাশ, পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের আটকেরা মির্জাপুরের বাসিন্দা। ঝাড়সুগুদা জেলার পুলিশ তাদের বৈধ প্রমাণপত্র সঙ্গে রয়েছে তা দেখানোর পরে ও ছাড়া হয় নি। ইতিমধ্যে ওড়িশার মুখ্যমন্ত্রী ও সেই রাজ্যের মুখ্যসচিব এবং ওড়িশা রাজ্য পুলিশের মহানির্দেশককে যদিও এ বিষয়ে সব জানিয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, জট খুলতেই ওড়িশার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কৃষ্ণনগরের পুলিশ সুপারের কথাবার্তা চলছে। এক্স হ্যান্ডেলে এক ভিডিও প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande