৪ পুলিশ আধিকারিককে অনৈতিক কাজের জন্য সাসপেন্ড, বিজেপি-র প্রতিক্রিয়া
কলকাতা, ৯ জুলাই (হি.স.): “বিজেপির প্রচেষ্টার জেরে পিছু হটলো কলকাতা পুলিশ।” বুধবার বিকেলে ওই দলের তরফে এ কথা জানান হল। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছে, “নিউ আলিপুর থানার চারজন কর্তব্যরত পুলিশ আধিকারিককে অনৈতিক কাজ করার জন্য সাসপেন্ড করতে বাধ্য হল।” এর
৪ পুলিশ আধিকারিককে অনৈতিক কাজের জন্য সাসপেন্ড, বিজেপি-র প্রতিক্রিয়া


কলকাতা, ৯ জুলাই (হি.স.): “বিজেপির প্রচেষ্টার জেরে পিছু হটলো কলকাতা পুলিশ।” বুধবার বিকেলে ওই দলের তরফে এ কথা জানান হল। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছে, “নিউ আলিপুর থানার চারজন কর্তব্যরত পুলিশ আধিকারিককে অনৈতিক কাজ করার জন্য সাসপেন্ড করতে বাধ্য হল।”

এর আগে এদিন সকালে প্রমাণ হিসাবে কিছু ছবি-সহ রাজ্য বিজেপি সামাজিক মাধ্যমে 'পুলিশ না গুন্ডা?'— এই শিরোনামে অভিযোগ করে, “দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায়, রাজ্য পুলিশ তাণ্ডব চালিয়েছে, কোনও উস্কানি ছাড়াই ট্রাকের ওপর আক্রমণ হেনেছে! প্রায় ৩৮টি ট্রাকের টায়ার পাংচার করা হয়েছে।

কেন? শুধুমাত্র কাট-মানি না দেওয়ায়? রাজ্য প্রশাসনের লজ্জিত হওয়া উচিত। মানুষের জীবিকা এভাবে ধ্বংস করার অধিকার কোনও কর্তৃপক্ষের নেই!”

এর পর ওই দলের তরফে সন্ধ্যায় জানানো হয়, “বিজেপি বিষয়টি তোলার পর এবং ব্যাপক জনরোষ হওয়ায় এই লজ্জাজনক ঘটনার সাথে জড়িত নিউ আলিপুর থানার চার পুলিশ কর্মকর্তাকে অবশেষে তাদের অনৈতিক কর্মকাণ্ডের জন্য চিহ্নিত করে বরখাস্ত করা হয়েছে।

ন্যায়বিচারের এই লড়াইয়ে আমাদের পাশে থাকার জন্য আমরা বাংলার নির্ভীক জনগণকে ধন্যবাদ জানাই। তবে স্পষ্ট করে বলা যাক, এটি কেবল শুরু। প্রতিটি নিরীহ রক্তের ফোঁটা, প্রতিটি অশ্রুপাত এবং প্রতিটি দুর্নীতির জন্য, তৃণমূল কংগ্রেসকে মূল্য দিতে হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande