কলকাতা, ৯ জুলাই (হি. স.) : অ- বিজেপি শাসিত বাংলা এবং জম্মু ও কাশ্মীরের দুই মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার কলকাতায় বৈঠকে বসতে চলেছেন। আসন্ন বিহার বিধানসভার নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে দেশজুড়েই বিতর্ক তুঙ্গে । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের মদতেই এ সব বিরোধী দলগুলির প্রভাব আটকাতে প্রয়োগ করার পরিকল্পনা। এর মধ্যেই আবার রয়েছে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বৈধ পরিচয়পত্র সঙ্গে থাকা সত্ত্বেও তাদের অযথা আটকে রাখা। সেইসঙ্গে নীতি আয়োগের তরফেও বাংলা ও বিহারের মানচিত্র নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত। এই আবহে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও বাংলার মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে। এ সবকে ছাপিয়েও গত ২২ এপ্রিল পহেলগাঁওতে অতর্কিত সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতেই বাংলার পর্যটকদের আকস্মিক মৃত্যুর ঘটনার টাটকা স্মৃতি রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই দুই মুখ্যমন্ত্রীর বৈঠকের দিকেই তাকিয়ে পশ্চিমবঙ্গবাসীও। উল্লেখ্য, বৈসরণ উপত্যকায় যে আতঙ্কের বাতাবরণ তা কাটিয়ে উঠতে সচেষ্ট জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতৃত্বাধীন সরকার। বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এ নিয়েও উদ্যোগী। সেই সুবাদে পশ্চিমবঙ্গ সফর খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। অ - বিজেপি শাসিত রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর রাজ্য সচিবালয় নবান্নে মুখোমুখি সাক্ষাৎকার পর্বকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিকেল ৪. ০০ থেকে ৪. ৪৫ - এর মধ্যেই পূর্ব নির্ধারিত ওই বৈঠকটি সম্পন্ন হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত