গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : শ্রাবণী মেলার সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে তিন জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)। ট্রেনগুলি ডিব্রুগড়-দেওঘর, কাটিহার-দেওঘর এবং কাটিহার-মণিহারির মধ্যে চলাচল করবে।
এক প্রেস বার্তায় এ খবর দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। প্ৰেস বাৰ্তায় জানানো হয়েছে, ট্রেন নম্বর ০৫৯২৬ ডিব্রুগড়-দেওঘর স্পেশাল ১০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ডিব্রুগড় থেকে প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, সোম এবং মঙ্গলবার সকাল ৯:৪০টায় রওয়ানা দিয়ে পরের দিন রাত ৮:২৫টায় দেওঘর পৌঁছবে। একইভাবে, ট্রেন নম্বর ০৫৯২৫ দেওঘর-ডিব্রুগড় স্পেশাল ১১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত দেওঘর থেকে প্রত্যেক শুক্র, শনি, রবি, মঙ্গল এবং বুধবার রাত ৯:৫৫টায় রওয়ানা দিয়ে তৃতীয় দিন সকাল ৮:৩০টায় ডিব্রুগড় পৌঁছবে। ট্রেন দুটি উভয় দিক থেকে ২৩টি করে ট্রিপের জন্য চলবে।
এছাড়া ট্রেন নম্বর ০৫৭১৬ কাটিহর-দেওঘর স্পেশাল ১০ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত কাটিহার থেকে প্রত্যেক বৃহস্পতিবার বেলা ২:২০টায় রওয়ানা দিয়ে পরের দিন ভোর ৪:১৫টায় দেওঘর পৌঁছবে। একইভাবে, ট্রেন নম্বর ০৫৭১৫ দেওঘর-কাটিহার স্পেশাল ১১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেওঘর থেকে প্রত্যেক শুক্রবার সকাল ৫:৪৫টায় রওয়ানা দিয়ে একই দিন রাত ৯:২০টায় কাটিহার পৌঁছবে। ট্রেন দুটি উভয় দিক থেকে পাঁচটি করে ট্রিপের জন্য চলবে।
এভাবে ট্রেন নম্বর ০৭৫৪০ কাটিহার-মণিহারি স্পেশাল ১ থেকে ৩১ জুলাই তারিখ পর্যন্ত কাটিহার থেকে প্রত্যেক দিন রাত ৮:৩০টায় রওয়ানা দিয়েএ কই দিন রাত ৯:৩০টায় মণিহারি পৌঁছবে। একইভাবে, ট্রেন নম্বর ০৭৫৩৯ মণিহারি-কাটিহার স্পেশাল ২ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত মণিহারি থেকে প্রত্যেকদিন সকাল ৫:০০টায় রওয়ানা দিয়ে একই দিন সকাল ৬:০০টায় কাটিহার পৌঁছাবে। ট্রেন দুটি উভয় দিক থেকে ৩১টি ট্রিপের জন্য চলবে।
ট্রেনগুলির রুট, স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নিতে প্রেস বার্তায় যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস