বিহারকে বাংলা হতে দেওয়া হবে না, অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর ষড়যন্ত্র চলছে: ঋতুরাজ সিনহা
পাটনা, ৯ জুলাই (হি.স.) : বুধবার ইন্ডি মহাজোটের ডাকা বিহার বনধ নিয়ে বিরোধীরা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সচিব ঋতুরাজ সিনহা। তিনি বলেন, মিথ্যা, বিভ্রান্তি এবং ভয় আজ বিরোধী রাজনীতির মূল ভিত্তি
বিহারকে বাংলা হতে দেওয়া হবে না, অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর ষড়যন্ত্র চলছে: ঋতুরাজ সিনহা


পাটনা, ৯ জুলাই (হি.স.) : বুধবার ইন্ডি মহাজোটের ডাকা বিহার বনধ নিয়ে বিরোধীরা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সচিব ঋতুরাজ সিনহা। তিনি বলেন, মিথ্যা, বিভ্রান্তি এবং ভয় আজ বিরোধী রাজনীতির মূল ভিত্তি হয়ে উঠেছে। কংগ্রেস, আরজেডি এবং ইন্ডি মহাজোট প্রতিটি নির্বাচনের আগে জনগণকে ভয় দেখানোর কাজ করে।

বিজেপির জাতীয় সচিব বলেন, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো শপথ নেওয়ার পর এক বছরেরও বেশি সময় কেটে গেছে। কিন্তু আজও সংবিধান একই, সংসদ একই এবং ভারতের গণতন্ত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, ১৯৩০ সালের পর প্রথমবারের মতো মোদী সরকার ২০২৬ সালে বর্ণগত আদমশুমারি করতে চলেছে। দেশবাসী জানেন যে যতক্ষণ প্রধানমন্ত্রী মোদী আছেন, ততক্ষণ কেউ দরিদ্র ও বঞ্চিতদের অধিকার কেড়ে নিতে পারবে না।

তিনি আরও বলেন, যতদিন বিজেপি থাকবে এবং যতদিন বিহারের জনগণের জাতীয়তাবাদী চেতনা থাকবে, ততক্ষণ বিহারকে বাংলা হতে দেওয়া হবে না। বিহার অরাজকতা, তুষ্টিকরণ এবং অনুপ্রবেশের পথে চলবে না, বরং উন্নয়ন, আইন এবং সংবিধানের পথে চলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande