কলকাতা, ৯ জুলাই (হি. স.) : পানিহাটিতে অভয়ার পরিবারের সঙ্গে বুধবার সাক্ষাৎ করে রাজ্য কংগ্রেসের এক প্রতিনিধি দল। এদিন তাদের মধ্যেই দীর্ঘ বৈঠক হয়েছে। এদিকে, নিজাম প্যালেসে অবস্থিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দফতরে কংগ্রেসের নেতৃত্বে অভয়ার মা ও বাবা সুবিচার চাইতে যাওয়ার জন্য সম্মতি দেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তৎসহ কংগ্রেসের এক প্রতিনিধি দল বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই এদিন পানিহাটিতে অভয়ার বাড়িতে যান। পরিবারের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর জানান, মূলতঃ সুবিচারের দাবিতেই সরব হয়েছেন তাঁরা। কংগ্রেস প্রতিনিধি দলের কাছে তাদের আরও বক্তব্য, প্রায় বছর ঘুরতে চলেছে যদিও কিনারা হল না রহস্যমৃত্যুর ঘটনায়। সাংবাদিকদের কাছে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার জানান, আমাদের বোন 'অভয়া'র বাবা ও মা'য়ের সঙ্গে এদিন দেখা করে আগামী ৮ অগাস্ট আর জি কর কান্ডের এক বছর পূর্তিতে সুবিচারের দাবিতেই প্রদেশ কংগ্রেসের ডাকে সি বি আই দফতর ( নিজাম প্যালেস) অভিযানে 'অভয়া'র বাবা এবং মা-কে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন কংগ্রেস প্রতিনিধি দলে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস শহরের সভাপতি তাপস মজুমদার, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন রায় চৌধুরী, বিপ্রদাস চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি আরও বলেন, অভয়ার বাবা-মা'কে আগামীকাল বৃহস্পতিবার 'লালবাজার চলো' অভিযানে ও উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত