কলকাতা, ৯ জুলাই (হি.স.): নতুন সভাপতির সঙ্গে সাক্ষাতের পরদিনই প্রাক্তনকে নিশানা? নাম না করে কাকে ইঙ্গিত করলেন দিলীপ ঘোষ? স্পষ্ট বললেন, “২০২১ সাল থেকে গুরুত্ব কমানো শুরু হয়েছে। আমার সময়ে কেউ বলতে পারবেন না বঞ্চিত হয়েছেন। এবার দলের পরিবেশ পজেটিভ হবে।”
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, “পুরনোদের গুরুত্ব সবসময়ই থাকবে। রাখা উচিত। কারণ তাঁরা রক্ত-ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছে। অনেক ত্যাগ করেছে।” এরপরই তাঁর সংযোজন, “পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে তখন বহু লোক এসে যায়। সবাই আদর্শ নিয়ে আসে এমনটা নয়। বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। পরিবেশটা ইতিবাচক তৈরি করতে হবে। আমার মনে হয় সেটা হয়ে যাবে এবার। আমি ধীরে ধীরে নতুনদের জায়গায় দিয়ে পুরনোদের সঙ্গে আছি। আমাকে ডাকা হয়েছে আমি গিয়েছি। আবার যখন ডাকা হবে যাব। না হলে দূর থেকে পার্টির সেবা করব।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত