ফরিদাবাদ, ৯ জুলাই (হি.স.): ডাকাতির ঘটনায় বুধবার পাল্লা থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের মধ্যে একজন কিশোরও রয়েছে। তাকেও হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের মুখপাত্রের মতে, বিজেন্দ্র, রহিম পুরজেলার পালওয়াল গ্রামের বাসিন্দা। এদের বিরুদ্ধে পাল্লা থানায় দায়ের করা অভিযোগে জানানো হয়েছে , গত ২২ জুন রাতে দিল্লি থেকে ফেরার পথে একটি ছেলে তাকে তার মোটরসাইকেল থামাতে ইশারা করে। মোটরসাইকেল থামালে, ছেলেটি তাকে একটি ম্যাচের বাক্স দিতে বলে। জবাবে জানান, তার কাছে ম্যাচের বাক্স নেই। সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা ছেলেটির বন্ধুরাও এসে তাকে মারধর করে এবং তার মোটরসাইকেল এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে পাল্লা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ তদন্তে নেমে ফরিদাবাদকে এক কিশোরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্তরা মাদকাসক্ত এবং নেশা মেটানোর জন্য এই অপরাধ করেছিল। অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া