রায়পুরের জিমে আগুন, হতাহতের খবর নেই
রায়পুর ৯ জুলাই (হি.স.): বুধবার সকালে রায়পুরের তেলিবান্ধা পুকুরের সামনে গোল্ড জিম নাম একটি জিমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশ দিয়ে যাওয়া লোকজন জিমে ধোঁয়া উঠতে দেখে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেয়। ঘটনাটি তেলিবান্ধা থানা এলাকার। জানা গিয়েছে, বু
রায়পুরের জিমে আগুন, হতাহতের হননি কেউ


রায়পুর ৯ জুলাই (হি.স.): বুধবার সকালে রায়পুরের তেলিবান্ধা পুকুরের সামনে গোল্ড জিম নাম একটি জিমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশ দিয়ে যাওয়া লোকজন জিমে ধোঁয়া উঠতে দেখে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেয়। ঘটনাটি তেলিবান্ধা থানা এলাকার।

জানা গিয়েছে, বুধবার সকালে রায়পুরের তেলিবান্ধা পুকুরের সামনে গোল্ড জিমে আগুন লাগে। আগুনের শিখা এবং কালো ধোঁয়া দ্রুত ছড়াতে শুরু করে। হাঁটতে বের হওয়া লোকজন ধোঁয়া উঠতে দেখে দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের কারণে জিমে আগুন লেগেছে। তবে এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande