পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ, ৯ জুলাই (হি.স.): পূর্ব মেদিনীপুরে বনধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ায় বনধের আংশিক প্রভাব দেখা গিয়েছে। বুধবার সকালে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা বিক্ষোভে যোগ দেন। পরে, পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
পূর্ব মেদিনীপুরের হলদিয়ার রাঁচিক স্টেশনে বনধের অংশ হিসেবে সিপি (এম) সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। রেল পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। বনধের সমর্থনে সিপিআই (এমএল) মুর্শিদাবাদের বহরমপুর-জলঙ্গি মহাসড়কে চার কিলোমিটার মিছিল করে, বেশ কয়েকটি স্থানে দোকানপাট বন্ধ করে দেয়। ধর্মঘটের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ