কলকাতা, ৯ জুলাই (হি. স.) আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে তিনদিনের ট্রাভেল আ্যন্ড ট্যুরিজম ফেয়ার - ২০২৫। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এই মেলার আয়োজক ফেয়ার ফেস্ট মিডিয়া লিমিটেড। উদ্যোক্তাদের পক্ষে চেয়ারম্যান তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সঞ্জীব আগরওয়াল জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্যের বিশেষ আকর্ষণকে মূলতঃ তুলে ধরতেই এমনতর পদক্ষেপ ও ভাবনাচিন্তা জম্মু ও কাশ্মীর সরকারের। এছাড়াও একাধিক রাজ্যের পর্যটন দফতরের শীর্ষ কর্তা থেকে শুরু করে ভারপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, বাঙালির সেরা শারদ উৎসবের আগেই বেড়াতে যাওয়া ভ্রমণার্থী থেকে শুরু করে পর্যটকদের সামনে পছন্দের স্পটে সহজেই পৌছে দিতে সুলুক সন্ধান মিলবে। প্যাকেজ বুকিং এর ক্ষেত্রে ও নানা ছাড় দেওয়া হয়ে থাকে। কাজেই ভ্রমণ প্রিয় বাঙালিদের কথা মাথায় রেখে আয়োজন। উল্লেখ্য, পহেলগাঁওতে সন্ত্রাস হামলার পর আতঙ্কের কারণে সেখানে পর্যটকদের আনাগোনা কমেছে। এর পরিপ্রেক্ষিতেই কলকাতায় পর্যটকদের অভয়বাণী দিতেই সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে এই মেলার উদ্বোধন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত