জয়পুর, ৯ জুলাই (হি.স.): এবার রাজস্থানে বৃষ্টি অনেক হচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে স্বাভাবিকের চেয়ে প্রায় ১২৮ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর অনুসারে, আগামী পাঁচ দিন ধরে বৃষ্টিপাতের প্রক্রিয়া এভাবেই চলতে পারে। বুধবার রাজ্যের ২৫টি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ১১ এবং ১২ জুলাই কোটা, ভরতপুর এবং উদয়পুরের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
জয়পুরের আবহাওয়া কেন্দ্রের মতে, বর্তমানে পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপের কারণে আগামী ২-৩ দিনের মধ্যে ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। মৌসুমি বায়ুর ট্রফ লাইন বর্তমানে পঞ্জাব-হরিয়ানার মধ্য দিয়ে যাচ্ছে। এর ফলে পূর্ব রাজস্থানে সক্রিয় মৌসুমি বায়ুর পরিস্থিতি বজায় রয়েছে। ১০ জুলাই থেকে পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টিপাতের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ১২ জুলাই থেকে পশ্চিম রাজস্থানে মৌসুমি বায়ুর গতিবেগ বাড়বে। যদিও বিকানেরর কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১২ জুলাই থেকে পশ্চিম রাজস্থানেও বৃষ্টিপাতের কার্যকলাপ তীব্র হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া