রাতে ‘তাণ্ডব’ পুলিশের, সাসপেন্ড নিউ আলিপুরের চার এসআই
কলকাতা, ৯ জুলাই (হি.স.): নিউ আলিপুর থানার চার জন সাব ইনস্পেক্টরকে (এসআই) বুধবার সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, রাস্তায় পর পর দাঁড়িয়ে থাকা বহু ট্রাকের কাচ ভেঙেছেন তাঁরা। অভিযোগ পাওয়ার পর ওই চার জনকেই সাসপেন্ড করা হয়। তদন্ত চলছে। নিউ আলিপুর রেলওয়ে স্লাই
রাতে ‘তাণ্ডব’ পুলিশের, সাসপেন্ড নিউ আলিপুরের চার এসআই


কলকাতা, ৯ জুলাই (হি.স.): নিউ আলিপুর থানার চার জন সাব ইনস্পেক্টরকে (এসআই) বুধবার সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, রাস্তায় পর পর দাঁড়িয়ে থাকা বহু ট্রাকের কাচ ভেঙেছেন তাঁরা। অভিযোগ পাওয়ার পর ওই চার জনকেই সাসপেন্ড করা হয়। তদন্ত চলছে।

নিউ আলিপুর রেলওয়ে স্লাইডিংয়ের কাছে প্রতিদিন প্রচুর ট্রাক পর পর দাঁড়িয়ে থাকে। রাতে চালকেরা ট্রাকের ভিতরেই ঘুমোন। অভিযোগ, এই ট্রাকগুলির কাছে এসে গত কয়েক দিন ধরেই ‘তাণ্ডব’ চালাচ্ছে পুলিশ। কেউ গাড়ির কাচ ভেঙে দিচ্ছেন, কেউ দুর্ব্যবহার করছেন। ঘুমন্ত ট্রাকচালকদের তুলে মারধরের অভিযোগও রয়েছে কারও কারও বিরুদ্ধে।

এই ‘অত্যাচার’ সহ্য করতে না-পেরেই ট্রাক চালকদের সংগঠন নিউ আলিপুর লরি অ্যাসোসিয়েশনের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ জানিয়েছেন, কেন ট্রাকের কাচ ভেঙে ফেলা হল, খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের সাসপেন্ড করে তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande