আগরতলা, ৯ জুলাই (হি.স.) : গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর একটি দীর্ঘস্থায়ী নিম্নচাপের কারণে আগামী দুই দিন ত্রিপুরার বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আগরতলার আবহাওয়া কেন্দ্রের মতে, ঘূর্ণিঝড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতের মধ্য দিয়ে একটি শক্তিশালী মৌসুমি বায়ু প্রবাহ ত্রিপুরায় প্রবেশ করছে।
বুধবার সকাল ৮:৩০ পর্যন্ত রাজ্যের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বিলোনিয়া (২৯.৫ সেমি), অমরপুর (১৭.৩ সেমি), সাব্রুম (১৯.৯ সেমি) এবং উদয়পুর (১২ সেমি)।গোমতী, দক্ষিণ ত্রিপুরা, সিপাহিজলা এবং পশ্চিম ত্রিপুরার কিছু অংশে খুব ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ