আকোলা , ৯ জুলাই (হি.স.): আঞ্চলিক আবহাওয়া দফতর মহারাষ্ট্রের আকোলা জেলায় ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও, পূর্ণা, মোরনা, নির্গুণা, কাটপূর্ণা, মান পাথর, গৌতমসহ এবং অন্যান্য ছোট নদীর তীরে বসবাসকারী গ্রামবাসীদের জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। এই বর্ষায় নদী এবং খালগুলিতে ইতিমধ্যেই জলের স্তর বৃদ্ধি পেয়েছে। তাই জনগণকে আপাতভাবে জলে ভরা আন্ডারপাসে প্রবেশ না করার এবং ঝড়ের সময় গাছের নীচে না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে বিপর্যয় মোকাবিলার জন্য বিশেষ দল মোতায়েন করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক