হাওড়া, ৯ জুলাই (হি.স.): বুধবার শিল্প ধর্মঘটকে ঘিরে উত্তেজনা দেখা দেয় ডোমজুড় বাজারে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়। পুলিশের লাঠি লাঠির ঘায়ে সিপিএমের দু'জন কর্মী আহত হন।
এদিন সকাল থেকেই সিপিএম কর্মীরা মিছিল করে বাজার এলাকায় পৌঁছে একের পর এক দোকান বন্ধ করার জন্য চাপ দিতে শুরু করে। পাশাপাশি, তাঁরা রাস্তায় দাঁড়িয়ে বাস এবং লরি আটকে চালকদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। আচমকা এই আচরণে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।
প্রথমে পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীরা তাতে সাড়া না দিলে পুলিশ লাঠি চালায়। লাঠির ঘায়ে সিপিএমের দু'জন কর্মী আহত হন বলে জানা গিয়েছে। পরে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার জেরে স্থানীয় দোকানদার ও পরিবহণ কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ডোমজুড় থানার পুলিশ পরে অভিযান চালিয়ে দু'জন সিপিএম কর্মীকে গ্রেফতার করে। পুলিশের দাবি, বনধের নামে আইন হাতে তুলে নেওয়া এবং জনজীবন ব্যাহত করার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে। পুলিশের পিকেট বসানো হয়েছে যাতে ফের কোনও অশান্তি না ছড়ায়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত