কলকাতা, ৫ আগস্ট (হি.স.): তারাতলার একটি পরিত্যক্ত গুদামে আগুন। মঙ্গলবার সকালে তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোডের একটি ইংরেজি মাধ্যম স্কুলের বিপরীতে একটি পরিত্যক্ত গুদামে আগুন লাগে। ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যায় একাধিক দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা। দমকলের চারটি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও আগুনের তীব্রতা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন দমকল আধিকারিকরা।
স্থানীয়দের দাবি, গুদামটি ছিল একটি পরিত্যক্ত কারখানার অংশ, যেখানে বিভিন্ন যন্ত্রাংশ রাখা ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে এই আগুন লাগল, সেই প্রশ্নে ধোঁয়াশা রয়েছে। পুলিশ ও দমকল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। গুদামটি পরিত্যক্ত হলেও, তাতে দাহ্য বস্তু কীভাবে থাকল এবং অগ্নিকাণ্ডের এমন ভয়াবহ রূপ নিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ