হাওড়া, ৫ আগস্ট (হি.স.): বৃষ্টির জমা জলে দাঁড়িয়ে একটি আবাসন থেকে জিনিসপত্র সরানোর কাজ করছিলেন তিন শ্রমিক। তাঁরা জানতেন না যে বিদ্যুৎবাহী খোলা তার আবাসনের লোহার গেটে লেগে থাকায় সেটি বিদ্যুৎবাহী হয়েছিল। সেই লোহার গেটে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে হাওড়ার রামরাজাতলার রামচরণ শেঠ রোড এলাকায়। মৃত যুবকের নাম যুগল দাস (৪০)।
জানা গিয়েছে, দিন কয়েকের বৃষ্টিতে রামরাজাতলার রামচরণ শেঠ রোড এলাকা জলমগ্ন হয়ে আছে। সোমবার রাতের বৃষ্টিতে সেই জমা জল আরও বাড়ে। ওই এলাকার একটি আবাসনের বাসিন্দা স্বপনকুমার রায় ফ্ল্যাট থেকে জিনিসপত্র নিয়ে খানাকুলের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মতো মঙ্গলবার সকালে তিন-চার জন শ্রমিক ও একটি মালবাহী গাড়ি জিনিসপত্র তোলার জন্য এসেছিল। সেই দলে ছিলেন যুগল দাস। মালপত্র গাড়িতে প্রায় তোলা হয়ে গিয়েছিল। সেইসময় যুগল আবাসনের গ্রিলে হাত রেখেছিলেন। মুহূর্তে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দেখা যায়, ওই আবাসনের মিটার বক্সের থেকে একটি ইলেকট্রিকের তার বেরিয়ে ওই গ্রিলের সঙ্গে লেগেছিল। জমা জলে ওই তার থেকে আবাসনের গ্রিলে বিদ্যুৎবাহী হয়ে গিয়েছিল। সেই গ্রিলে হাত রাখতেই ওই মর্মান্তিক ঘটনা ঘটে। কোনওমতে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সিইএসসির আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। ওই আবাসনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। জানা গিয়েছে, যুগল দাসের বাড়ি বিহারে। হাওড়ার রামরাজাতলা এলাকায় তিনি একটি কারখানায় থাকেন। ভ্যানচালকের পাশাপাশি তিনি বিভিন্ন সময় শ্রমিকের কাজও করেন। এদিন সেই কাজ করার জন্যই ওই আবাসনে গিয়েছিলেন তিনি। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ