কাবুল ও নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারালেন অন্তত ৮১২ জন। আহত হয়েছেন কমপক্ষে ২,৮১৭ জন। রবিবার মধ্যরাত ১২.৪৭ মিনিটে জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৬.০।
এর পর ভূমিকম্প পরবর্তী কম্পনে বেশ কয়েক বার কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫। এর ফলে পাকিস্তানের বেশ কিছু এলাকা, ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের জালালাবাদের কাছে নানগরহর প্রদেশে ভূমি থেকে আট কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস।
রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। ভারতে তখন রাত পৌনে ১টা। নানগরহরের জনস্বাস্থ্য দফতরের মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে ৮১২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ২,৮১৭। সরকারি মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের মতে, পূর্ব আফগানিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ৮১২ জন মারা গিয়েছেন এবং ২,৮১৭ জন আহত হয়েছেন। একজন তালিবান আধিকারিক বলেছেন, এক দশকের মধ্যে আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চলমান থাকায় হাসপাতাল, আশ্রয়, খাবার এবং বিশুদ্ধ পানির জরুরি প্রয়োজন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। ভারতের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও পাশে থাকার বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই খাবার ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত সরকার।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা