সুদানের পশ্চিম দারফুরে ভূমিধসে মৃত প্রায় এক হাজারেরও বেশি
খার্তুম, ২ সেপ্টেম্বর (হি.স.): সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে ভূমিধসে এক হাজারেরও বেশি মৃত্যু হয়েছে। এলাকাটি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, রবিবার টানা কয়েক দিনের প্রবল বৃষ্টির প
সুদানের পশ্চিম দারফুরে ভূমিধসে মৃত প্রায় এক হাজারেরও বেশি


খার্তুম, ২ সেপ্টেম্বর (হি.স.): সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে ভূমিধসে এক হাজারেরও বেশি মৃত্যু হয়েছে। এলাকাটি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, রবিবার টানা কয়েক দিনের প্রবল বৃষ্টির পরে মাররা পর্বতমালার তারাসিন গ্রামে এই বিপর্যয় ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা এক হাজারেরও বেশি হতে পারে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। জায়গাটি সাইট্রাস উৎপাদনের জন্য পরিচিত ছিল। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রসঙ্ঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলি কাছে উদ্ধারের কাজ ও ত্রাণের জন্য আহ্বান জানিয়েছে। সুদানে তিন বছর ধরে গৃহযুদ্ধ চলছে। দারফুরের কিছু অঞ্চলে এর মধ্যেই দুর্ভিক্ষের ঘোষণা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande