একতরফা ব্যবসা করে যাচ্ছিল ভারত, শুল্কবিবাদ আবহে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের
ওয়াশিংটন, ১ সেপ্টেম্বর (হি.স.): শুল্কবিবাদের আবহে আবার ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন মার্কিন প্রেডিসেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের তিয়ানজিনে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন চিনা প্রেসিডেন্ট
শুল্ক প্রসঙ্গে ট্রাম্প


ওয়াশিংটন, ১ সেপ্টেম্বর (হি.স.): শুল্কবিবাদের আবহে আবার ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন মার্কিন প্রেডিসেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের তিয়ানজিনে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

ডোনাল্ড ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যাল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, খুব কম মানুষই বোঝেন যে আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি। কিন্তু তারা আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে ব্যবসা করে। সোজা কথায় বলতে গেলে, ভারত আমাদের কাছে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে। আমরা তাদের সবচেয়ে বড় গ্রাহক (ক্লায়েন্ট)। কিন্তু আমরা তাদের খুব কম পরিমাণ পণ্য বিক্রি করি।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande