কাবুল, ২ সেপ্টেম্বর (হি.স.): ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত মোট ১৪০০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজারেরও বেশি। দেশটির পার্বত্য পূর্বাঞ্চলের গ্রামগুলিতে দুর্গম ভূখণ্ড উদ্ধার প্রচেষ্টা ব্যাহত করছে। রবিবার মধ্যরাতে (ভারতীয় সময় অনুযায়ী রাত পৌনে ১টা) প্রথম বার কেঁপে ওঠে আফগানিস্তান।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর পরেও বেশ কয়েক বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে আফগানিস্তানে। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫ এর বেশি। কম্পন অনুভূত হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকাতেও।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা