তিয়ানজিন ও নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): ইউক্রেন সংঘাতে ভারত ও চিনের ভূমিকার প্রশংসা করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সোমবার চিনে অনুষ্ঠিত এসসিও শিখর সম্মেলনে পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাতে ভারত ও চিনের প্রয়াস প্রশংসনীয়।
চিনের তিয়ানজিনে এসসিও সদস্যদের অধিবেশনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিপাক্ষিক বৈঠকের সময় আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার আলাস্কা বৈঠকের বিস্তারিত তথ্য নেতাদের জানাবো। মস্কোর অবস্থান পুনর্ব্যক্ত করে, ইউক্রেনের সংকট 'আক্রমণের' ফলে উদ্ভূত হয়নি, বরং ইউক্রেনের পশ্চিমী মিত্রদের সমর্থিত কিয়েভে একটি অভ্যুত্থানের ফলে উদ্ভূত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাস্কা শীর্ষ সম্মেলনে যে সমঝোতা হয়েছে তা ইউক্রেনে শান্তির পথ খুলে দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা