‘নেশা মুক্ত ভারত’ তৈরি করতে উদ্যোগী বিজেপি
BJP calls for creating a 'drug-free India.
লকেট চ্যাটার্জী


কলকাতা, ১৩ সেপ্টেম্বর, (হি.স.): নেশা মুক্ত ভারত তৈরি করতে উদ্যোগী হচ্ছে বিজেপি। শনিবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন দলের রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি।

তিনি বলেন, ২০২৩ সালে এই বাংলায় ৪৯৮৮ কেজি মাদক ধরা পড়েছে। এছাড়াও ২০২৪ সালে পশ্চিমবঙ্গে ৩১৪৫ কেজি এবং ২০২৫ সালের জুলাই পর্যন্ত ৫৭২৯ কেজি মাদক ধরা পড়েছে। নেশামুক্ত ভারত তৈরি করতে পশ্চিমবঙ্গের এনজিওগুলিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৪.৬ কোটি টাকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভারতের ‘আগামী দিনের সূর্য’ অর্থাৎ দেশের যুবসমাজকে আমরা নেশামুক্ত কর্মসূচিতে আহ্বান জানাই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande