কলকাতা ও শিলিগুড়ি-সহ নানা স্থানে নমো ম্যারাথনের আয়োজন করবে বিজেপি
কলকাতা, ১৩ সেপ্টেম্বর, (হি.স.): মহালয়ার দিন অর্থাৎ ২১ তারিখ কলকাতার বুকে এবং শিলিগুড়িতে নমো ম্যারাথনের আয়োজন করবে বিজেপি। শনিবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন দলের রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি। তিনি বলেন, দেশে একই সময় একই দিনে বিভিন্ন র
কলকাতা ও শিলিগুড়ি-সহ নানা স্থানে নমো ম্যারাথনের আয়োজন করবে বিজেপি


কলকাতা, ১৩ সেপ্টেম্বর, (হি.স.): মহালয়ার দিন অর্থাৎ ২১ তারিখ কলকাতার বুকে এবং শিলিগুড়িতে নমো ম্যারাথনের আয়োজন করবে বিজেপি।

শনিবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন দলের রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি। তিনি বলেন, দেশে একই সময় একই দিনে বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে পালিত হবে এটি। কলকাতায় স্বামীজীর বাড়ি থেকে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পর্যন্ত আমাদের নমো ম্যারাথন অনুষ্ঠিত হবে।

লকেট চ্যাটার্জি বলেন, “কলকাতার বিভিন্ন কলেজ, বিভিন্ন এনজিও থেকে অনেক মানুষ আমাদের এই কর্মসূচিতে যোগ দেবেন। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা সকলকে এই ম্যারাথনে অংশগ্রহণ করতে অনুরোধ করছি। আমাদের যুব মোর্চার নেতৃত্বে এই নমো ম্যারাথন অনুষ্ঠিত হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande