বেসরকারি হোমে এক যুবতীকে শারীরিক নিগ্রহে অভিযুক্ত চারজনের সাজা ঘোষণা
হুগলি, ১৩ সেপ্টেম্বর, (হি.স.): উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারি হোমে এক যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে চারজন। একজনকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে শ্রীরামপুর আদালত। বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দে
বেসরকারি হোমে এক যুবতীকে শারীরিক নিগ্রহে অভিযুক্ত চারজনের সাজা ঘোষণা


হুগলি, ১৩ সেপ্টেম্বর, (হি.স.): উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারি হোমে এক যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে চারজন। একজনকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে শ্রীরামপুর আদালত। বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর ছাব্বিশের ওই যুবতী। পুলিশ শুক্রবারই চারজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছেন ওই বেসরকারি হোমের কর্ণধার,

সম্পাদক ও দুই কর্মী। জানা গিয়েছে, ওই হোমের সম্পাদক অজয় চট্টোপাধ্যায় নবগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য।

নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, “আবাসিক ওই যুবতী খুবই মেধাবি। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের দলীয় কার্যালয়ে আসেন। আমরা বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে। অজয় এখন আর তৃণমূল করেন না। তবে অজয়ের যথেষ্ট প্রভাব আছে। বিভিন্ন জায়গার সঙ্গে সে যুক্ত। তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। যে দোষী সে শাস্তি পাবেই।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande