সহপাঠী খুনের দায়ে ধৃত ছাত্রের ৫ দিনের পুলিশি হেফাজত
উত্তর ২৪ পরগনা, ১৩ সেপ্টেম্বর, (হি.স.): দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পড়ুয়া খুনের দায়ে ধৃত মৃতের সহপাঠী একাদশ শ্রেণির রানা সিংকে শনিবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়৷ বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন৷ শুক্রবার রাতে হাওড়া স্টেশন থেকে ত
সহপাঠী খুনের দায়ে ধৃত ছাত্রের ৫ দিনের পুলিশি হেফাজত


উত্তর ২৪ পরগনা, ১৩ সেপ্টেম্বর, (হি.স.): দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পড়ুয়া খুনের দায়ে ধৃত মৃতের সহপাঠী একাদশ শ্রেণির রানা সিংকে শনিবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়৷ বিচারক তাকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন৷

শুক্রবার রাতে হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ রাতেই ধৃতকে দক্ষিণেশ্বর থানায় নিয়ে এসে দফায় দফায় জেরা করেন ব‍্যারাকপুর কমিশনারেটের পদস্থ কর্তারা। শনিবার এই বিষয়ে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিং বলেন, ধৃতকে জেরা করে বেশ কিছু তথ্য উঠে এসেছে৷ আমরা সেসব খতিয়ে দেখছি৷ খুনের নেপথ্যে ঘাতক পড়ুয়ার মা-বোনের কী ভূমিকা, সেটাও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে৷ তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।”

দু'জনেই বাগবাজার উচ্চবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। তবে মনোজিৎ কলা বিভাগের পড়ুয়া হলেও অভিযুক্ত সহপাঠী কমার্স বিভাগের ছাত্র।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande