ভোপাল, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : মধ্য প্রদেশের মান্দাসৌরের গান্ধী সাগর ফরেস্ট রিট্রিটে একটি অনুষ্ঠানে হট এয়ার বেলুনে আগুন লেগে যায়। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণ বাঁচল মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের। বেলুনে আগুন লাগতেই কোনওমতে তাঁকে টেনে বের করা হয়। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, শনিবার মধ্য প্রদেশের মান্দাসৌরের গান্ধী সাগর ফরেস্ট রিট্রিটে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মন্দাসৌরের সাংসদ সুধীর গুপ্তার সঙ্গে তাঁর হট এয়ার বেলুনে চড়ার কথা ছিল। সেই মতো মুখ্যমন্ত্রী মোহন যাদব বেলুনের ট্রলি বা বাক্সেটে ওঠেন। তবে জোরাল দমকা হাওয়ার জন্য বেলুনটি ঠিকভাবে উড়তে পারছিল না।
একপর বেলুনটি একটু উঠতেই দমকা হাওয়ায় তা নীচের দিকে মুখ হয়ে যায়। যে যন্ত্র থেকে আগুন বের হয় এবং গরম হাওয়া তৈরি হয়ে বেলুন আকাশে ওড়ে, তা থেকে আগুন লেগে যায়। মুখ্যমন্ত্রী ঠিক নীচেই ছিলেন। আগুন দেখতে পেয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা বেলুনটিকে ধরে ফেলেন। তারা শক্ত করে বেলুনটি ধরে রাখেন। ওখানের কর্মীরা তড়িঘড়ি আগুন নেভান। উপস্থিত যারা ছিলেন, সঙ্গে সঙ্গে তারা মুখ্যমন্ত্রীকে হট এয়ার বেলুন থেকে টেনে বের করেন।
জেলাশাসক অদিতি গর্গ জানিয়েছেন, হট এয়ার বেলুনের নিরাপত্তা বা সুরক্ষা নিয়ে কোনও খামতি ছিল না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভোর ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে হট এয়ার বেলুন ওড়ানোর আদর্শ সময়। এই সময়ে বাতাসের গতি থাকেই না। তবে মুখ্যমন্ত্রী যে সময়ে হট এয়ার বেলুনে উঠেছিলেন, তখন ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগ ছিল বাতাসের।
হিন্দুস্থান সমাচার / সোনালি