ইম্ফল, ১৩ সেপ্টেম্বর (হি.স.): মণিপুরে শান্তি ফিরে আসুক এই লক্ষ্যে কাজ করছে আমাদের সরকার, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের সরকার মণিপুরে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে, এখানকার জনগণের স্বার্থ রক্ষার জন্য এবং যারা শিবিরে বসবাস করতে বাধ্য হচ্ছেন, তাদের জীবন মুলস্রোতে ফিরিয়ে আনতে ক্রমাগত কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, গৃহহীনদের জন্য সাত হাজার নতুন ঘর অনুমোদন করেছে সরকার। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার মণিপুরের জন্য প্রায় ৩,০০০ কোটি টাকার একটি বিশেষ প্যাকেজও ঘোষণা করেছে। এতে বাস্তুচ্যুতদের সহায়তার জন্য ৫০০ কোটি টাকারও বেশি অর্থের ব্যবস্থা করা হয়েছে। যারা হিংসার শিকার হয়েছেন তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসেন এটাই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী মোদী এদিন মণিপুরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর বলেছেন, অতীতে, পশ্চিম ও দক্ষিণ ভারতের প্রধান শহরগুলি উন্নয়ন দেখেছিল, স্বপ্নগুলি সেখানে রূপ নেয় এবং তরুণরা সুযোগগুলি খুঁজে পেয়েছিল। কিন্তু একবিংশ শতাব্দী পূর্ব, উত্তর-পূর্বের। এই কারণে ভারত সরকার মণিপুরের উন্নয়নকেই অগ্রাধিকার দিয়েছে। ফলে মণিপুরের প্রবৃদ্ধির হার ক্রমশ বাড়ছে। ২০১৪ সালের আগে রাজ্যের বৃদ্ধির হার ছিল এক শতাংশেরও কম। এখন মণিপুর আগের চেয়ে বহুগুণ দ্রুত এগিয়ে চলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা