বৃষ্টির মধ্যেই মণিপুরে রোড-শো প্রধানমন্ত্রীর, কথা বললেন স্থানীয়দের সঙ্গে
ইম্ফল, ১৩ সেপ্টেম্বর (হি.স.): অবশেষে মণিপুরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রী যখন ইম্ফল বিমানবন্দরে অবতরণ করেন, তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। চুড়াচাঁদপুরে হেলিকপ্টার যাতায়াতের জন্য আবহাওয়া অনুকূলে ছিল না। সড়কপথে সমাবেশস্থল ছিল প
বৃষ্টির মধ্যেই মণিপুরে রোড-শো প্রধানমন্ত্রীর, কথা বললেন স্থানীয়দের সঙ্গে


ইম্ফল, ১৩ সেপ্টেম্বর (হি.স.): অবশেষে মণিপুরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রী যখন ইম্ফল বিমানবন্দরে অবতরণ করেন, তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। চুড়াচাঁদপুরে হেলিকপ্টার যাতায়াতের জন্য আবহাওয়া অনুকূলে ছিল না। সড়কপথে সমাবেশস্থল ছিল প্রায় দেড় ঘণ্টা।

প্রবল বৃষ্টি সত্ত্বেও, প্রধানমন্ত্রী মোদী সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি সড়কপথে সমাবেশস্থলে পৌঁছবেন, যতই সময় লাগুক না কেন, যাতে তিনি জনগণের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জাতীয় পতাকা হাতে বহু মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মণিপুরে স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। মোদীর সামনে কান্নায় ভেঙে পড়েন মণিপুরের বাসিন্দারা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande