নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর, (হি.স.): শহিদ যতীন্দ্রনাথ দাসকে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “যতীন্দ্রনাথ দাস মহাশয় অল্প বয়সেই ভারতমাতার স্বাধীনতার জন্য সংকল্প নিয়ে নিয়েছিলেন। জেলের মধ্যে সেনানীদের উপর অত্যাচারের বিরোধিতা করে তিনি শহীদ হন। তাঁর জীবন থেকে প্রত্যেক যুবককে প্রেরণা নেওয়া উচিত।”
প্রসঙ্গত, যতীন্দ্র নাথ দাস (২৭ অক্টোবর, ১৯০৪ - ১৩ সেপ্টেম্বর, ১৯২৯) ছিলেন একজন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং বিপ্লবী ভগৎ সিংয়ের সহকর্মী। আত্মত্যাগী, সাহসী মানুষটি লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ১৯২৯ সালের ১৪ জুন গ্রেফতার হন। জেলবন্দীদের অধিকারের দাবিতে ওই বছরই ১৩ জুলাই অনশন শুরু করেন তিনি। ৬৩ দিন অনশনের পর ১৩ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে জেলেই মৃত্যু হয় তার।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত