সাব্রুমে ডাকাতির চেষ্টা, হামলায় গুরুতর আহত এক ব্যক্তি
সাব্রুম (ত্রিপুরা), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : শুক্রবার গভীর রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের ইন্দিরানগরে ভবতোষ দাসের বাড়িতে একদল দুষ্কৃতকারী হামলা চালিয়েছে। মূলত ডাকাতির চেষ্টা করা হয়। বাড়ির একজনকে বেধড়ক মারধর করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি হাসপাতাল
বিদ্যুৎ নিগমের অফিসে হামলা


সাব্রুম (ত্রিপুরা), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : শুক্রবার গভীর রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের ইন্দিরানগরে ভবতোষ দাসের বাড়িতে একদল দুষ্কৃতকারী হামলা চালিয়েছে। মূলত ডাকাতির চেষ্টা করা হয়। বাড়ির একজনকে বেধড়ক মারধর করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি।

বাড়ির মালিক ভবতোষ দাস জানিয়েছেন, মুখোশধারী একদল দুষ্কৃতকারী হামলা চালায়। তাঁর ছেলে যুবরাজ দাস যখন বাইরে যান তখন তাকে ইট ও পাথর দিয়ে নির্মমভাবে আঘাত করা হয়, এতে সে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা চিৎকার করলে আক্রমণকারীরা পালিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় যুবরাজকে সাব্রুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শান্তিরবাজারস্থিত দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে উদয়পুরে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বাংলাদেশি দুষ্কৃতকারীদের অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। প্রায়শই স্থানীয় দুর্বৃত্তরা তাদের সহায়তা করে। এই ঘটনা জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতে নিরাপত্তা বৃদ্ধি এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে। পাশাপাশি সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande