প্লাস্টিক কেরিব্যাগের বিরুদ্ধে বিলোনয়া মহকুমা প্রশাসনের অভিযান
বিলোনিয়া (ত্রিপুরা), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিলোনিয়া শহরের বিভিন্ন এলাকার দোকানে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে প্রায় পঁচাত্তর কেজি প্লাস্টিক কেরিব্যাগ উদ্বার করে পনেরো হাজার টাকা জরিমানা
প্রশাসনের অভিযান


বিলোনিয়া (ত্রিপুরা), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিলোনিয়া শহরের বিভিন্ন এলাকার দোকানে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে প্রায় পঁচাত্তর কেজি প্লাস্টিক কেরিব্যাগ উদ্বার করে পনেরো হাজার টাকা জরিমানা করা হয় ব্যবসায়ীদের। তাছাড়া প্রশাসনের তরফে বিনামূল্যে পচনশীল কেরিব্যাগের সেম্পল দেওয়া হয় দোকানের মালিকদের হাতে।

এদিনের অভিযানে চব্বিশজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পাশাপাশি যেসকল ক্রেতা প্লাস্টিক কেরিব্যাগ করে সামগ্রী নিয়ে যাচ্ছিলেন তাদেরও জরিমানা করা হয় বলে জানান ডিসিএম সঞ্জয় শীল। তিনি বিলোনিয়ার সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে জনগণের কাছে অনুরোধ জানান তারা যেন বিকল্প ক্যারিব্যাগের যে সেম্পল দেওয়া হয়েছে তা ব্যাবহার করেন। ক্রেতারা বাজারে যেতে ব্যাগ নিয়ে যাওয়ার কথা বলেন। প্লাষ্টিকের জন্য ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হচ্ছে। নিন্মাঞ্চলগুলি অতিসহজেই প্লাবিত হয়। কৃষি থেকে গৃহপালিত পশুর জন্য ক্ষতিকারক। প্রকৃতিবান্ধব ব্যাগ ব্যাবহার করার কথা বলেন ডিসিএম সঞ্জয় শীল।

শনিবারের এই অভিযানে নেতৃত্ব দেন বিলোনিয়া মহকুমা প্রশাসনের ডিসিএম সঞ্জয় শীল। বিলোনিয়া পুর এলাকা সহ শহরের বিভিন্ন এলাকার দোকানগুলিতে অভিযান চালানো হয়। আগামীদিনেও অভিযান জারি থাকবে বলে জানান ডিসিএম।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande