সাব্রুমে বিএসএফ জওয়ানের রহস্যময় মৃত্যু
সাব্রুম (ত্রিপুরা), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : ভারত-বাংলাদেশ সীমান্তের সাব্রুমে একটি মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে। চিতাবাড়ি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) নিযুক্ত ১২১ নম্বর ব্যাটালিয়নের একজন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানকে মৃত অবস্থায় পাওয়া গেছ
মৃতদেহ উদ্ধার


সাব্রুম (ত্রিপুরা), ১৩ সেপ্টেম্বর (হি.স.) : ভারত-বাংলাদেশ সীমান্তের সাব্রুমে একটি মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে। চিতাবাড়ি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) নিযুক্ত ১২১ নম্বর ব্যাটালিয়নের একজন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মৃত ব্যক্তির নাম লাল মুর্মু, বয়স ৩৫ বছর। সহকর্মী বিএসএফ জওয়ানরা তাঁকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও অজানা।

হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে জওয়ানের অকাল মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হবে। ইতিমধ্যে, স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে।

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সাব্রুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মৃত জওয়ানের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande