কলকাতা, ১৫ সেপ্টেম্বর, (হি.স.): সাংবাদিক এবং চিত্র-সাংবাদিকদের জন্য শিশু অধিকার সংক্রান্ত পকেট বই প্রকাশ করল চাইল্ড ইন নিড ইন্সটিট্যুট (সিনি)। সোমবার কলকাতা প্রেস ক্লাবে মিডিয়া সেনসাইটিজেশন অন চাইল্ড সেফগার্ডিং বিষয়ক অনুষ্ঠানে এটি বিতরন করা হয়।
সংশ্লিষ্ট ছবি-সহ ১০ দফা এই পুস্তিকায় লেখা আছে শিশু-বিষয়ক খবর করার, বা লেখার সময় কোন কোন বিষয়ে নজর রাখা আবশ্যিক। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের প্রকাশিত Pocket Handbook for Media And Journalists on Reporting on Child Rightsপুস্তিকা অনুসারে সিনির এই সংকলন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত