উত্তর-পূর্বে ভারী বৃষ্টির পূর্বাভাস, দেশের অন্যত্রও চলবে বর্ষণ
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২৪ ঘণ্টায় অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বিহার, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, সিকিম ও উত্তরাখণ্ডেও। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানি
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেরল ও অন্ধ্রেও চলবে বর্ষণ


নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২৪ ঘণ্টায় অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বিহার, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, সিকিম ও উত্তরাখণ্ডেও। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, উত্তর-পূর্বের রাজ্যগুলি ও মহারাষ্ট্রে আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, আগামী এক-দুই দিনের মধ্যে পঞ্জাব ও গুজরাটের কিছু অংশ থেকেও বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামী ২৪ ঘণ্টা ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটকেও বৃষ্টি প্রত্যাশিত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande