বৈশালী রমেশবাবুকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): ‘ফাইড’ গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট জয়ের জন্য বৈশালী রমেশবাবুকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “দ্বিতীয়বারের মতো FIDE গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট জয়ের জ
বৈশালী রমেশবাবুকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর


কলকাতা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): ‘ফাইড’ গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট জয়ের জন্য বৈশালী রমেশবাবুকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “দ্বিতীয়বারের মতো FIDE গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট জয়ের জন্য বৈশালী রমেশবাবুকে অভিনন্দন। এটি একটি অনন্য অর্জন এবং আমি তাঁর পরিবার এবং বন্ধুদেরও অভিনন্দন জানাই।”

প্রসঙ্গত, তরুণদের হাত ধরে ভারতীয় দাবায় যে সুখের সময় চলছে তা আরও একবার প্রমাণিত৷ ডি গুকেশের বিশ্বজয়, বিশ্বকাপে দিব্যা দেশমুখের সাফল্যের পর নয়া কীর্তি গড়লেন বৈশালী রমেশবাবু৷ টানা দ্বিতীয়বার ফিডে (FIDE) মহিলা গ্র্যান্ড স্যুইস খেতাব জিতে ইতিহাস গড়লেন ভারতীয় এই গ্র্যান্ডমাস্টার৷ টাইব্রেকারে খেতাব জিতে সোমবার মহিলা ক্যান্ডিডেটস টুর্নামেন্টেও যোগ্যতা অর্জন করে নিলেন চেন্নাইয়ের দাবাড়ু।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande