ওড়িশায় গণধর্ষণ, গ্রেফতার ৩
পুরী, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : পুরীর সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় বলিহারচণ্ডী মন্দিরের কাছে বসে কথা বলছিল যুগলে। সেসময় কিছু লোক এসে ভিডিও তোলে এবং টাকা দাবি করতে থাকে। ওঁরা রাজি না হলে ছেলেটিকে গাছের সঙ্গে বেঁধে রেখে মেয়েটিকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ওড়িশায় গণধর্ষণ, গ্রেফতার ৩


পুরী, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : পুরীর সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় বলিহারচণ্ডী মন্দিরের কাছে বসে কথা বলছিল যুগলে। সেসময় কিছু লোক এসে ভিডিও তোলে এবং টাকা দাবি করতে থাকে। ওঁরা রাজি না হলে ছেলেটিকে গাছের সঙ্গে বেঁধে রেখে মেয়েটিকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটা শনিবারের। মেয়েটি অভিযোগ দায়ের করেছেন সোমবার সন্ধেয়। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

পুরীর এসপি প্রতীক সিং বলেন, তিন জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকি একজনের খোঁজ চলছে৷ বলিহারচণ্ডী গণধর্ষণের ঘটনা সম্পর্কে জেলাশাসক দিব্যজ্যোতি পারিদা মঙ্গলবার বলেন, এই ঘটনার তদন্ত চলছে। পুলিশি তদন্তের পর, প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande