কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানির কথা আগেই ঘোষণা করেছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। সেই মতো মঙ্গলবার রাতে বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোল বন্দরে এল পদ্মার ইলিশ। বন্দর সূত্রে জানা গিয়েছে, ৮টি ট্রাকে ৩৭ হাজার ৪৬০ কেজি ইলিশ ঢুকেছে। এবার পুজো উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ১২০০ মেট্রিক টন ইলিশ আসার কথা।
সারা বছর বাংলাদেশ থেকে ইলিশ রফতানি বন্ধ থাকলেও দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার প্রতি বছর ভারতে ইলিশ রফতানি করে থাকে ৷ এবছরও ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার৷ মোট ১২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে বাাংলাদেশ বাণিজ্য মন্ত্রকের তরফে৷ মোট ৩৭টি সংস্থা এই ইলিশ রফতানির বরাত পেয়েছে ৷ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানির এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৷
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ